04-December,2022 - Sunday
Past Project 2
যাওয়া আসা
অম্বরীশ ঘোষ
===========
আমার সমস্ত কান্নার ভেতর
আচমকাই তুমি ঢুকে পড়
তোমাকে জড়িয়ে ফসফরাসের মতো
জ্বলে ওঠে আমার মনের বন্দরগুলো
প্রহরের ভাঁজগুলো থেকে আলতো আহ্লাদে
চুম্বন কাতর অসময়েরা ছড়ায় প্রজাপতি নির্যাস
বেহুলা রঙের ব্যঞ্জনারা
আমার গাছের শাখায় স্বপ্নে তা দেয়
ছেঁড়া সুখগুলো জোড়ে সাদা সুচে
পুরনো বন্দিশের তানপুরা বেয়ে
নতুন ধুন উড়ে যায় আবাদি পাখনা মেলে
আমার সমস্ত হাসি থেকে
আচমকাই তুমি বেরিয়ে পড়
নিজের শবদেহ পিঠে চাপিয়ে
আমি শীত খুঁজি ভরা বৈশাখে