04-December,2022 - Sunday
Upcoming Project 4
এই সময়ের কবিতা
শুভাশিস দাশ
==============
নিকানো উঠোন আর নতুন চালের ভাত ফুরিয়ে এলে
পৃথিবী বিবস্ত্র হয়
আলপথে পড়ে থাকে সরল যাপনের ছেঁড়া তমসুক
এভাবেই চলে আসে অস্থির সময়, পোড়া প্রেম।
ভালবাসা এখন ফুটপাতে বাসী ভাতের উপর মরা মাছি
সময়ের দগদগে ঘায়ে আমাদের আস্ফালন
বলছি তো কথা দিও না
কথাগুলো এখন মিথ্যের রঙিন কাগজে মোড়া
বিশুদ্ধ হবে ? নদী হও,
পাহাড়ের সবুজ বুকে দুদন্ড দাঁড়াও,
দেখবে আকাশের স্নিগ্ধতা কেমন লেপ্টে আছে পাখিদের নির্ভরতার ডানায় ।